জিপিকে তরঙ্গ দিলে কল ড্রপ হবে রবি, বাংলালিংক ও টেলিটকের

আইসিটি সংবাদ, টেক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-10 18:22:51

গ্রামীণফোনকে (জিপি) ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ দেওয়া হলে রবি আজিয়াটা, বাংলালিংক ও রাষ্ট্রায়ত্ব টেলিটকে কল ড্রপ, ডেটার গতি কম ও ভয়েস কলের মান নেমে যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্প্রতি অনুষ্ঠিত প্রুফ অব কনসেপ্ট (পিওসি) পরীক্ষায়ও দেখা গিয়েছে, গ্রামীণফোনকে এই ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দিলে তিনটি অপারেটরই নেটওয়ার্ক সমস্যায় পড়বেন। এজন্য টাওয়ারে ফিল্টার বসাতে হবে এই তিন অপারেটরকে। এরপরেও গ্রাহকদের ভোগান্তি দূর হবে না।

রবি, বাংলালিংক ও টেলিটক ফিল্টার বসালে টাওয়ারের কাভারেজ এরিয়া কমে যাবে। শুধু একটি বা দুটি নয়, এই তিন অপারেটরের হাজার হাজার টাওয়ারে ফিল্টার বসাতে হবে। এতেও সমস্যার সমাধান হবে না। তাছাড়া ফিল্টার বসানো অনেক ব্যয়বহুল একটি কাজ।

অন্যদিকে এই ব্যান্ড অত্যন্ত মূল্যবান হওয়ায় এর সঠিক ব্যবহারের কথাও বলা হচ্ছে কোনো একটি অপারেটরের পক্ষ থেকে।

Related News