ফ্রিল্যান্সার ও সফল উদ্যোক্তা সাইফুল ইসলাম রাসেল

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-20 20:57:16

নয় বছর ধরে অনলাইন পেশার সঙ্গে জড়িত ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা সাইফুল ইসলাম। তিনি তার কাজের মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তবে সাইফুলের যাত্রাটি খুব সহজ ছিল না। বর্তমানে তিনি Amazon fba seller হিসেবে কাজ করেন। পাশাপাশি ছোট পরিসরে নিজেও গড়েছেন একটি টিম। পরিবারের ইচ্ছা ছিল সরকারি চাকরি করবেন, কিন্তু তার মনে ছিল কাজ করবেন ইচ্ছামতো।

তিনি বলেন, ‘অনলাইন পেশায় আসার অন্যতম কারণ ছিল, নিজের মতো করে কাজ করার স্বাধীনতা এবং পাশাপাশি ভ্রমণের সুযোগ।’

এ ছাড়া তিনি মনে করেন, জীবনকে নতুনভাবে গড়ে তুলতে হলে উদ্যোক্তা হতে হবে; গতানুগতিক চাকরিতে তিনি তার সম্পূর্ণ প্রতিভাকে কাজে লাগাতে পারবেন না।

কাজের ফাঁকে সময় পেলেই সাইফুল দেশ-বিদেশ ঘুরে বেড়ান, যা তার কাজের প্রতি নতুন উদ্যম জোগায়। সাইফুলের মতে, ফ্রিল্যান্সিং এবং ই-কমার্স পেশা তার জীবনের দুটি পছন্দের বিষয় কাজ ও ভ্রমণ একসঙ্গে উপভোগের সুযোগ দিয়েছে।

শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেন। তার জীবন ও পেশাগত অর্জন আজকের তরুণ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

উদ্যোক্তা সাইফুল ইসলামের পরামর্শ সঠিকভাবে এই ক্যারিয়ারে যুক্ত হতে পারলে মানসিক দিক থেকে যেমন প্রশান্তি তেমনি নিজের মতো করে কাজ করার একটি সুযোগ পাওয়া যায়।

Related News