একদিনের মাথায় পদত্যাগ করলেন বিইআরসির সদস্য গিয়াস উদ্দিন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার

মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার

যোগদানের একদিন পরেই পদত্যাগ করলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনে (বিইআরসি) সদস্য মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার। তিনি ২৭ নভেম্বর বিইআরসিতে সদস্য (বিদ্যুৎ) হিসেবে যোগদান করেছিলেন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাবেক কর্মকর্তা গিয়াস উদ্দিন জোয়াদ্দারসহ মোট ৪ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পরের দিন ২৭ নভেম্বর ১ দিন অফিস করেছিলেন তিনি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অফিস না করে হাতে লেখা একটি পদত্যাগ পত্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। এতে তিনি শারিরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে কথা বলতে ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

গিয়াস উদ্দিন জোয়ার্দার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ডিপিডিসির) নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ছিলেন। অবসর গ্রহণের পর দুই দফায় তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ পান। ডিপিডিসি থেকে বিদায় নেন ২০২৩ সালে। বিইআরসিতে নিয়োগ পাওয়ায় তার বিরুদ্ধে বিগত সরকারের দোসর হিসেবে সমালোচনার ঝড় ওঠে। সেই সমালোচনার কারণে নিজের থেকে পদত্যাগ করলেন নাকি চাপের কারণে পদত্যাগ এ বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

গিয়াস উদ্দিন জোয়ার্দার ডিপিডিসিতে থাকার সময় ব্যাপক দাপটের সঙ্গে চলতেন। পোস্টিং পাওয়ার ক্ষেত্রে সবসময় সুবিধা পেয়ে এসেছে বিগত সরকারের সময়ে। এমনকি তারও আগে বিএনপি আমলেও ছিলেন ভীষণ প্রভাবশালী।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিইআরসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মূখে পদত্যাগে বাধ্য হন নুরুল আমিন কমিশন। এরপর ২৫ আগস্ট চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ নিয়োগ পেলেও সদস্যপদ শূন্য ছিল। ৩ মাস শূন্য থাকার পর ২৬ নভেম্বর সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পাওয়া অপর ৩ সদস্য হলেন সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান মো. আব্দুর রাজ্জাক। আরও একজন সদস্যদের বিরুদ্ধে বিগত সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে।