সুপারহিট সিনেমা ‘পুষ্পা ২’ এর সফলতার আনন্দ যেন এক বিষাদময় ঘটনায় রূপ নিয়েছে। নারী ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন আল্লু অর্জুন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’সহ অন্যান্য গণমাধ্যমে গ্রেফতারের ব্যাপারটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে হায়দরাবাদে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার আল্লু অর্জুন ভক্ত। প্রিয় তারকাকে সরাসরি দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দেন সকলে।
পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এ সময় ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা, পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছর বয়সী এক নারীর। এছাড়াও ওই নারীর ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়।
বিজ্ঞাপন
ঘটনাটি যখন ঘটে, তখন অভিনেতা আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছিলেন। তাই নিহতের পরিবারের সদস্যরা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
এই মামলার জের ধরেই গ্রেফতার হয়েছেন দক্ষিণী এই সুপারস্টার।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুটিং সেটে আহত হয়েছেন। তাদের সঙ্গে আরও ছিলেন কমেডি অভিনেতা সাইদুর রহমান পাভেল। আজ (১৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। ফেসবুক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’\
তিনি আরও লেখেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে এলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণে এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
শোবিজ ইন্ডাস্ট্রির অন্দরে নারীদের শ্লীলতাহানির বিষয় নতুন কিছু না। ইতোমধ্যে বলিউডে নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যে কারণে টালিউডেও ‘নারী সুরক্ষা কমিটি’ তৈরির দাবি উঠেছে একাধিকবার।
এর আগে শ্লীলতাহানির অভিযোগে বেশ কয়েকজন তারকা-নির্মতাকে বহিষ্কার করেছে ভারতীয় ডিরেক্টরস গিল্ড। বিভিন্ন সময়ে নায়িকারা শোবিজাঙ্গনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। এবার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন কলকাতার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হৃতিক রোশনের চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। গায়িকা বলেন, রাজেশ রোশনের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে। আমি একটা স্কার্ট পরেছিলাম। উনি বললেন আমার একটা গান শোনাতে। ইউটিউবে গান খুঁজছি আমি। আর তখনই উনি আমার পাশে এসে বসেন। কিছু বোঝার আগেই স্কার্টের ভেতরে হাতটা ঢুকিয়ে দেন। সেদিন খুব খারাপ লেগেছিল।
প্রসঙ্গত, ‘বসন্ত এসে গেছে’ গান দিয়ে শ্রোতা-দর্শকদের নজর কেড়েছিলেন তিনি লগ্নজিতা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। আধুনিক বাংলা গান থেকে, সিনেমার গান, রবীন্দ্র সঙ্গীত সব জায়গাতেই বরাবরই দারুণভাবে পারফর্ম করেন তিনি।
আদনান ইবনে হারুন নামে তাকে কেউ না চিনবেন না। কিন্তু নিবিড় আদনান নাহিদ নামটা শুনলে ফ্যাশনপ্রিয় মানুষের চোখে ভেসে আসবে এক সুদর্শন পুরুষের ছবি। যিনি দেশের র্যাম্প মডেলিং-এর শীর্ষ তারকা। ২০১০ থেকে বিগত এক যুগ ধরে দেশের শীর্ষস্থানীয় মডেল তিনি। নতুন মডেলরা তাকে আইকন হিসেবে দেখন, তার মতো হতে চান।
বর্তমানে কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনেও। নিবিড় বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে সম্প্রতি সেরা মডেল হিসেবে পেয়েছেন দুটি পুরস্কার, আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৪ ও আনন্দ মেলা পুরস্কার ২০২৪। এর আগে দেশে অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। এরমধ্যে রয়েছে বর্ষসেরা মডেল ক্যাটাগরীতে আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১, সেরা আন্তর্জাতিক মডেল ব্রিটিশ ক্যাটাগরীতে বাংলাদেশ ফ্যাশন এন্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড ২০২২, সেরা মডেল হিসেবে বাইফা অ্যাওয়ার্ড ২০২৩ প্রভৃতি।
নিবিড় বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে অনেক সম্মাননা পেয়েছি। কিন্তু একইসঙ্গে কষ্ট লাগে যে, আমাদের দেশের এতোবড় মডেলিং ইন্ডাস্ট্রির জন্য কোন জাতীয় স্বীকৃতি নেই। এমনকি দেশের শীর্ষ বেসরকারি আয়োজন গুলোতেও মডেলিং-এর কোন ক্যাটাগরী নেই।’
মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে নিবিড় এবার নাম লিখিয়েছেন অভিনয়ে। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘এষা মার্ডার’ সিনেমায়। এই ছবিতে আরও অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। ছবির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে নিবিড় বলেন, ‘অভিনয় খুবই শক্তিশালী মাধ্যম। আর সব আর্টিস্টের স্বপ্ন থাকে বড় পর্দার কাজ করার। আমার সেই স্বপ্ন হতে চলেছে। ছবিটির অনেকাংশের কাজ শেষ। আমি দেশের বাইরে থেকে ফিরে আমার অংশের শুটিং করব।’
প্রসঙ্গত, নিবিড় দেশের সমস্ত বড় বড় ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন ব্র্যাণ্ডের মডেল হিসেবে টানা কাজ করেছেন। এমনকি আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও বুলগেরিসহ জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়েছেন। ২০১৮ সালে তিনি মুম্বাইয়ের বিখ্যাত মডেলিং এজেন্সি টোবাহ’র সঙ্গে ৩ বছরের চুক্তি করেন। একই বছর বাজফিডের ‘এশিয়ার স্ট্যানিং পুরুষ’ তালিকায় ২২ নম্বর অবস্থানে উঠে আসে তার নাম।
মডেলিং-এর বাইরে সম্প্রতি কাজ করেছেন ‘মিস এন্ড মিস্টার সেলিব্রেটি বাংলাদেশ’ বিউটি পেজেন্টের জুরি মেম্বার হিসেবে। তার সঙ্গে জুরি বোর্ডে আরও ছিলেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, সিনিয়র ফ্যাশনবিষয়ক সাংবাদিক, শেখ সাইফুর রহমান, বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ তানজিয়া জামান মিথিলা।
বেশ লম্বা বিরতি নিয়ে ফিরছেন দেশের তরুণ প্রজন্মের অন্যতম মেধাবী নির্মাতা নুহাশ হুমায়ূন। ২০২২ সালে মুক্তি পাওয়া তার সিরিজ ‘পেট কাটা ষ’ তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো। সেই সিরিজেরই দ্বিতীয় সিজন নিয়ে আসছেন নুহাশ। তাইতো নড়েচড়ে বসেছেন ভক্ত-দর্শক। অধিকাংশ দর্শকই এর মুক্তির তারিখ জানতে চাচ্ছিলেন। সেই অপেক্ষা তাদের শেষ হতে যাচ্ছে।
প্রথম সিজন ‘পেট কাটা ষ’-এ নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো। আর নতুন সিজন ‘২ষ’ অন্যরকম ভাবনা থেকে তৈরি। ‘ভয়’ শব্দটা বললেই ভুত-প্রেত বা অশরীরী একটা কিছুর কথা মনে পড়ে। কিন্তু ভয় শুধু কী ভুত-প্রেতেই হয়? মানুষের ভয় তৈরী হয় আরও অনেক কিছুতেই, সময়ের সঙ্গে ভয় হতে থাকে নানারকম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভয় আর দূরের কিছু নয়, যেন জড়িয়ে গেছে পারিপার্শ্বিকতায়। এমন ভাবনা থেকেই নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘২ষ’।
চার পর্বের সিরিজটির প্রথম পর্ব ‘ওয়াক্ত’ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর রাত ১২টায়। গতকাল বিকেলে প্রকাশ পায় সিরিজটির ট্রেইলার। তা দেখেই দর্শক মন্তব্যের ঘরে বলে যাচ্ছেন, ‘অপেক্ষা করছি’। একে একে মুক্তি পাবে পরের পর্বগুলো।
সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ’অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প। সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’তে। আর ‘ওয়াক্ত’তে থাকছে ৫ বন্ধুর ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প। পর্বগুলোর নামকরণে নির্মাতার পাশাপাশি রয়েছে দর্শকদেরও অংশগ্রহণ। ফেসবুক থেকে করা ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে পাওয়া নামের সঙ্গে নির্মাতার ইচ্ছা যুক্ত করে দেয়া হয়েছে এ নামগুলো।
ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালব্য শ, আরেকটা পেট কাটা ষ, ট্রেইলারের এ সংলাপটি যেমন রহস্যময় তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এখনই সেসবের উত্তর না দিলেও নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয় বা চেহারা অবয়ব রাখার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। এরসঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’
নুহাশের মতে, দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ‘২ ষ’-এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন বলে জানান নুহাশ।
‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু ও রাফায়াতুল্লাহ সোহান। ‘ভাগ্য ভালো’তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।