গানমেলার আয়োজনে "মাগো ভাবনা কেন"

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাগো ভাবনা কেন/ছবি: সংগৃহীত

মাগো ভাবনা কেন/ছবি: সংগৃহীত

গানমেলার তৃতীয় প্রযোজনা হেমন্ত মুখার্জীর "মাগো ভাবনা কেন" প্রকাশিত হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে। গানটিতে কন্ঠ দিয়েছেন উওর আমেরিকার স্বনামধন্য শিল্পীরা।

তাঁরা হলেন আফজাল হোসেইন, কৃষ্ণাতিথী, নাজু আখন্দ, প্রমি তাজ, রায়ান তাজ, সজল রায়, শাহ মাহবুব ও শেখ নীলিমা শশী।

বিজ্ঞাপন

সঙ্গীত আয়োজন করেছেন ছিলেন অভিজিৎ জিতু এবং পরিচালনায় ছিলেন গানমেলার কর্ণধার শান্তনীল ধর। গানটি স্বাধীনতাকামী প্রতিটি শ্রোতাকে আনন্দ দেবে বলে গানমেলার বিশ্বাস।

আমেরিকান মালিকানাধীন সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গানমেলার অন্যতম প্রধান লক্ষ বাংলাদেশ এবং পশ্চিমা বিশ্বের সাথে একটি সঙ্গীতের মেলবন্ধন সৃষ্টি।

বিজ্ঞাপন

হেমন্ত মুখার্জীর কালজয়ী গান "মাগো ভাবনা কেন" এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইম স্কয়ারে।

গানটির চিত্রগ্রহণ করেছেন আবীর বড়ুয়া ও সম্পাদনা করেছেন রাজেশ মজুমদার। গানটি শ্রোতাকূলের কাছে সাদরে গৃহিত হবে বলে গানমেলার বিশ্বাস। গানটি শুনতে ঢুঁ মারতে পারে গানমেলার ইউটিউব চ্যানেলে youtube.com/@gaanmela001.