আপনার কোন বারে জন্ম? জানেন কি আপনি কেমন স্বভাবের?

  • জ্যোতিষী রুবাই, হরস্কোপ ও বাস্তু স্পেশালিস্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জন্ম তারিখ অনুযায়ী রাশি, হাতের রেখা, গ্রহ এবং নক্ষত্রর অবস্থান থেকে একজন ব্যক্তির সম্পর্কে জ্যোতিশাস্ত্র অনুযায়ী জানা যায়, সেই ব্যক্তি কেমন? তার প্রকৃতি স্বরূপের আন্দাজ পাওয়া যায়। শুধু তাই নয়, জন্মের বার দ্বারাও ব্যক্তির চারিত্রকি বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। সপ্তাহের বিভিন্ন দিনে জন্ম নেওয়া মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ অনুযায়ী কোনবারে জন্ম নেওয়া মানুষের স্বভাব ও প্রকৃতি কেমন?

শুক্রবার: এইবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শান্ত স্বভাবের হন। তারা নিজেদের বিতর্কের মধ্যে জড়াতে চান না। ঝক্কি ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করেন। স্বচ্ছল না হলেও আর্থিক কষ্ট খুব একটা সমস্যা দেয় না। এই ধরনের ব্যক্তিরা কোনও একজন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে জীবন কাটাতে পারেন না। তারা অনেকক্ষেত্রে পার্টনার বদলাতে থাকেন। এইবারে যাদের জন্ম তারা শুক্রবার সবকিছুর সূচনা করা উচিত।

বিজ্ঞাপন

শনিবার: এইবারে জন্মগ্রহণকারীদের উপর শনিগ্রহর বিশেষ সুনজর রয়েছে। এই দিনে জন্মানো ব্যক্তিদের সবচেয়ে বড় দুর্বলতা ক্রোধ। রাগ আপনার বড় শত্রু কিন্তু অনেক্ষেত্রেই তা আপনার অস্ত্র। তবে আপনারে খুব পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী হন। শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কঠোর পরিশ্রম দিয়ে তাদের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। যে কাজই হাতে নেন না কেন, তা শেষ করে ছাড়েন। শনিবার গৃহ ক্রয় বা পরিবর্তন শুভ। এছাড়া গাড়ী অথবা কোনো নতুন কিছু বাসায় প্রবেশ করার জন্যও উত্তম দিন। তবে এদিন ভুলেও কৃষি সংক্রান্ত কোনও কাজ শুরু করবেন না।

রোববার : জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যকে রবিগ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। জগতে শক্তিদাতা এবং আলোর উৎস সূর্য। রোববার মানেই সূর্য’এর বার। তাই এই দিনে জন্মানো ব্যক্তিরা খুব সাহসী হন। তাদের ভাগ্যও প্রকৃতপক্ষে উজ্জ্বল হয়। রোববার জন্মানো ব্যক্তিরা আত্মবিশ্বাসী হন। আপনি একজন স্বাধীনচেতা প্রকৃতি মানুষ। স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। খুব ভেবেচিন্তে কথা বলেন। এ ধরনের মানুষ কলা ও শিল্পের মতো সৃজনশীল কাজ করলে সাফল্য পায়। রোববার বাহন, চাকরি, পশু ক্রয়, ধাতু ক্রয়, বস্ত্র কেনা শুভ। কোনও বিবাদ সমাধানের জন্য পরামর্শ নিতে হলে এই দিনটি বেছে নিতে পারেন। নেওয়া উচিত।

বিজ্ঞাপন

সোমবার: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদকে সোম হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ সূর্যস্বরূপ হল চাঁদ বা চন্দ্রবার। সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের জীবন সুখে কাটান। তারা মেধাবী হয়ে থাকেন। অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান এবং সাহসী হন। সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। তবে এইদিনে জন্মগ্রহণকারীরা মানসিকভাবে খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। মন আপনাদের এক জায়গায় কখনই স্থির থাকেনা। চঞ্চলতাকে আয়ত্বে করতে পারলে আপনারা সমাজের যেকোনো ক্ষেত্র সহজে আয়ত্বে আনতে পারেন। এই দিনটি বিশেষ করে আপনার জন্য অতন্ত শুভ। তাই কিছু শুরু করতে চাইলে তা সোমবার করতে পারেন।

মঙ্গলবার: এইবারে জন্মানো ব্যক্তিরা সবসময় অন্যকে সাহায্য করতে প্রস্তুত। তবে এদের বাহ্যিক চরিত্র দেখলে তা বোঝা সম্ভব নয়। তাই এদের অনেকেই অ্যারোগেন্ট মনে করে থাকে। তবে এরা প্রকৃতি হল অপরকে সহযোগিতা করা। বন্ধুপ্রীতি এদের মধ্যে বেশি। তাই এদের থেকে অনেকেই অযাচিত সুযোগ নিয়ে ফেলে। তবে এই দিনে জন্মগ্রহণকারীরা খুব রাগী এবং শক্তিশালী হন। মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের কর্মজীবনে অনেক উন্নতি করেন। অর্থভাগ্য শুভ। পরিবারের কারো অর্থ বা সম্পত্তি পেয়ে থাকে এইবারে জন্মগ্রহণকারীরা।

বুধবার: বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান এবং চতুর হন। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর বিশেষ দোয়া বা আশীর্বাদ থাকে অন্যান্য গ্রহর। তারা জীবনে কিছু করে দেখাতে চান। খুব ভাগ্যবান হন তারা। সমস্যায় আটকে পড়লেও তারা সহজেই বের হয়ে যান। তবে এদের জীবনে নানা ঝক্কি ঝামেলা আসা যাওয়া করে। অহেতুক বা আর্বাচীন বন্ধু তৈরি হয়। যে কারনে মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলে। তবে তারা প্রভাবশালী ব্যাক্তির সান্নিধ্য পায় বলে যেকোনো সমস্যা থেকে মুক্তি পায়। যৌবনকালে এদের অর্থভাগ্য শুভ হলেও সুখকর হয় না। তবে অর্থ এদের সহজে ধরা দিয়ে থাকে।

বৃহস্পতিবার : বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব সাহসী এবং বুদ্ধিমান হয়ে থাকেন। কথা খুব গুছিয়ে বলতে পারেন। আপনার বাচনভঙ্গী যে কাউকে মুগ্ধ করতে পারে। খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে থাকে তাদের। তবে কর্মযোগে বাড়তি পরিশ্রম করতে হয়। তবে আপনি বৈভবের জীবনযাপন করে থাকেন। জ্ঞান-বিজ্ঞান সংক্রান্ত শিক্ষা ও শিল্প সংক্রান্ত শিক্ষার জন্য বৃহস্পতিবার শুভ। যেকোনো শুভ কাজের জন্য বৃহস্পতিবার শুভ। এই দিনে মনস্কামনা পূরণ হতে পারে।