মালয়েশিয়ায় প্রবল বন্যায় নিহত ৩, ঘরছাড়া ১ লাখ ২০ হাজার
মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতে প্রবল বন্যায় ৩ জন নিহত এবং ১ লাখ ২০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানা গেছে। দেশটির জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, ঝড় আরো অব্যাহত থাকতে পারে।
শনিবার (৩০ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে প্রবল বন্যায় মালয়েশিয়া জুড়ে প্রবল বন্যায় রাস্তাঘাট, বাড়ি ডুবে গেছে। মানুষজনকে কোমর পানির ভেতর দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তায় অনেক গাড়ি পানিতে ডুবে গেছে।
প্রবল বন্যায় অন্তত ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া ১ লাখ ২২ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। জরুরি বিভাগের হাজার হাজার কর্মী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেইসঙ্গে তারা অনেককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
ভিডিও ক্লিপে দেখা গেছে, কোমরপানিতে মানুষজন রাস্তায় চলাচল করছেন এবং অনেক গাড়ি পানিতে ডুবে আছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পূর্ব অঞ্চলের প্রদেশ কেলানটান ভারী বৃষ্টিপাত শুরু হলে প্রবল বন্যা দেখা দেয়।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, অন্তত ৬৩ শতাংশ মানুষকে অন্যখানে সরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য মোট ৬শ ৭৯টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কেলানটান ছাড়াও টারেনগুনু, কেডাহ, নেগেরি, পেরলিস, সেলাঙ্গ, জোহর, মালেকা এবং পেরাকও বন্যায় প্লাবিত হয়েছে।