সৌদি আরবে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) সৌদি আরবে কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সংস্থাটি এক সতর্ক বার্তায় এ তথ্য জানায়। খবর গালফ নিউজ।

বিজ্ঞাপন

এনসিএম-এর সরকারি মুখপাত্র হুসেন আল কাহতানি বলেছেন, বাতাসের তীব্রতা বাড়ছে। দেশটির তাবুক, আল জাওফ, উত্তর সীমানা, হাইল এবং পূর্ব প্রদেশের উত্তরাঞ্চলে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এর প্রভাব পড়বে। এই সময়ের মধ্যে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা কমে যাওয়ার ফলে ওই এলাকাগুলোতে ধূলিঝড় হবে বলেও জানান তিনি। এসব অঞ্চলে দিনের বেলায় বাতাসের তীব্র বেগ দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

এছাড়াও মক্কা ও মদিনার উপকূলীয় অঞ্চলসহ, আল কাসিম, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে আগামী সোমবার ও মঙ্গলবার শৈত্যপ্রবাহ শুরু হবে। তখন এই অঞ্চলগুলোর তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধ্যে নেমে যেতে পারে। সকাল থেকেই বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম।