মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশি আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে মালয়েশিয়ায় একটি পোশাক কারখানা থেকে ৫০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আকটকৃতদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ এবং দুই সপ্তাহের নজরদারির পর গত ১১ ডিসেম্বর চেরাসের পোশাক কারখানায় অভিযান চালানো হয়। এসময় ৪৬ বছর বয়সী একজন বাংলাদেশিকে আটক করা হয়, তিনি ওই কারখানায় ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছিলেন।

এছাড়া, ৩৪ জন বাংলাদেশি পুরুষ এবং ১৫ জন মিয়ানমারের (রোহিঙ্গা) নারীকে আটক করা হয়েছে। তারা পোশাককর্মী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা অভিবাসন কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন

অনুসন্ধানে দেখা গেছে, কোম্পানিটি প্রায় দুই বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযানের সময় প্রায় ৪০টি টাইম কার্ড এবং বিভিন্ন সেলাই মেশিন জব্দ করা হয়েছে, বলে জানান দাতুক জাকারিয়া শাহাবান। তিনি আরও বলেন, আরও তদন্তের জন্য আটককৃতদের বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।