সেনা ও পুলিশের তত্ত্বাবধানে যান চলাচল শুরু মহাখালীতে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মহাখালীতে ৭ ঘন্টা বন্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় শুরু হয়েছে যান চলাচল। এর আগে সকাল ৮টায় থেকে যান চলাচল বন্ধ করে দিয়ে রাস্তার দখলে নেয় অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ৩টা থেকে স্বাভাবিক হয় যান চলাচল। প্রথমে ফার্মগেট থেকে উত্তরা ও গুলশানগামী লেন পুলিশ ও সেনাবাহিনীর প্রটোকল দিয়ে উম্মুক্ত করে দেয়৷ এরপর পর বাকি লেনগুলো দিয়েও যান চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে অটোরিকশা বন্ধে হাইকোর্টের রায়ের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলন করে অটোরিকশা চালকরা। এ অবস্থায় দুর্ভোগে পড়ে সব শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন করছে ব্যাটারিচালিত রিকশা চালকরা।

বিজ্ঞাপন