ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন

ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর ফার্মগেটের মানসি প্লাজা নামের একটি বণিজ্যিক ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বেলা ২টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসি প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লিমা খানম বলেন, বেজমেন্টে রাখা বিভিন্ন জিনিসপত্র ওই জায়গা থেকে আগুন লাগতে পারে। পরে আস্তে আস্তে সেটি বেড়ে যায়। এই পর্যন্ত মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।