নীলফামারীতে হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে গতকাল রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে পুলিশ এসে তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। শনিবার বিকেলে তাকে জেলা সদরের রামগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় । ওই ঘটনায় নিহত সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান গত ২২ অক্টোবর নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. সাঈদ বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের একটি হত্যা মামলায় দীপক চক্রবর্তীকে গ্রেফতার করে শনিবার (নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীপক চক্রবর্তী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।