দর্শনা সীমান্তে ৪০ লাখ টাকার সোনার গহনা জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০৬ গ্রাম ওজনের ২২টি সোনার গহনা জব্দ করেছে বিজিবি।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দর্শনার ছয়ঘরিয়া গ্রাম থেকে এসব সোনার গহনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৭/৫- হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া মসজিদের সামনে পাকা রাস্তার পাশে অবস্থান নেয় সুলতান ক্যাম্পের হাবিলদার আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

এসময় বিজিবি বিজিবির টহল দল সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্ত হতে দর্শনা অভিমুখে যেতে দেখে তাদেরকে থামায়। তবে মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল ঘুরিয়ে সীমান্ত অভিমুখে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী তার সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভেতর পালিয়ে যান।

বিজ্ঞাপন

এসময় বিজিবি চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগটি জব্দ করে। জব্দকৃত প্লাস্টিকের ভেতরে স্কসটেপ দ্বারা মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরি ২২টি সোনার গহনা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় জব্দকৃত সোনার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।