গলাচিপায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গলাচিপায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

গলাচিপায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

পটুয়াখালীর গলাচিপায় দিনব্যাপী ‘গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামের এক সামাজিক সংগঠনরে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ক্যাম্পে গাইনি, নাক-কান-গলা, মা ও শিশু, নিউরো সার্জারি এবং মেডিসিন বিশেষজ্ঞ ১১ জন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। এছাড়া, বিনামূল্যে রক্তের গ্রুপও নির্ণয় করা হয়। চিকিৎসা নিতে এলাকার বিভিন্ন গ্রাম থেকে অসহায় ও দরিদ্র মানুষেরা ক্যাম্পে ভিড় করেন। ক্যাম্পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেচ্ছাসেবীরা তাদের দায়িত্ব পালন করেন।

ফাউন্ডেশনের সভাপতি এইচ এম জসীম উদ্দিনের সভাপতিত্বে এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সম্পাদক এ্যাড. মু. আব্দুর রাজ্জাক। এছাড়া সহসভাপতি সহিদুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে পটুয়াখালী জেলার সাবেক আমীর অধ্যাপক মু. শাহা আলম, গলাচিপা উপজেলা সাবেক আমীর অধ্যাপক মাওলানা মো. ইয়াহিয়া খাঁন, বর্তমান আমীর ডা. মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ শামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভবিষ্যতে এমন সেবা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মু. মোকসছেদুল হাসান রুপম। তিনি বলেন, ‘গলাচিপা পৌরসভা থেকে শুরু হয়ে আগামীতে বিভিন্ন ইউনিয়নে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।’