ফটিকছড়িতে নিখোঁজের ১৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

শিশুর মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

শিশুর মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাবাসসুম ওই এলাকার আমান উল্লাহর মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তাবাসসুম। পরের দিন ভূজপুর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের ১৩ দিন পর আজ শুক্রবার পাশের বাড়ির একটি সেপটিক ট্যাংক বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শিশুটির চাচা রাসেল বলেন, আমরা সকালে জানতে পারি টয়লেটে বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি সেটি আমার ভাতিজির। আমার ভাই বিএনপির রাজনীতি করে। তাকে বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা এ পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা একরাম বলেন, শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সুষ্ঠু বিচার চাই।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।