মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মাদ্রাসা শিক্ষক গ্রেফতার/ছবি: সংগৃহীত

মাদ্রাসা শিক্ষক গ্রেফতার/ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে তানিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে মাহদী হাসান (৩১) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে মাহদী হাসানকে আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠায় কোর্ট পুলিশ। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার থেকে মাহদীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার মাহদী হাসান হাসান কিশোরগঞ্জের কুরিয়ারচর থানার কৌতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। ঢাকার কামরাঙ্গীরচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার সিংগাইরের বায়লা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী। স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহবধু তানিয়া আক্তারের সাথে মোবাইলের মাধ্যমে মাদ্রাসা শিক্ষক মাহদী হাসান বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

কিন্তু গৃহবধু তানিয়া আক্তার মাহদী হাসান ছাড়াও একাধিক পুরুষের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিষয়টি জানতে পেরে গৃহবধু তানিয়াকে শাসন ও নিষেধ করেন মাহদী হাসান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তানিয়া একাধিক পুরুষের সাথে সম্পর্ক অব্যাহত রাখে। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে তানিয়া আক্তারের সাথে দেখা করতে কেক নিয়ে মাহদী হাসান তানিয়ার শ্বশুড় বাড়ি যায়।

পরে কৌশলে গৃহবধু তানিয়াকে বাড়ির বাথরুমের কাছে নিয়ে যায় এবং সেখানে তানিয়াকে মারধর করে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় মাহদী। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদি হয়ে সিংগাইর থানায় একটি মামলা করলে সেই মামলা মাহদীকে গ্রেফতার করে পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, আহনগত প্রক্রিয়া শেষে আদালতের বিচারকের নির্দেশে গ্রেফতার হওয়া মাহদী হাসানকে কারাগারে পাঠানো হয়।