টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক প্রতিমন্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, ব্যাংকার, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদস্যসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী মো. জুয়েল মৃধা এ মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়নের সদস্য মো. নুরুদ্দিন, মো. মোস্তাক হাং, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার, লালুয়া ইউনিয়নের সদস্য মো. লিটন সাউগারসহ আরও অনেকে। মামলা নম্বর ১৫৫৭/২০২৪।
বাদীর আইনজীবী নাসির উদ্দিন সোহাগ জানান, আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাদী ও অন্যান্য ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানো হয়। বাদীকে আটক করে জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
পরবর্তীতে তাদের বরাদ্দকৃত ৮০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। এছাড়া, চান্দুপাড়া মৌজার ৪২৭ ও ৪২৮ নম্বর খতিয়ানে থাকা বাদীর ১২ একর জমির অধিগ্রহণমূল্যের ৬ কোটি টাকা আসামিরা দলবদ্ধভাবে এলএ অফিস থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ।