বিজিবি’র পৃথক অভিযানে কোকেন ও মহিষ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ২৪০ গ্রাম কোকেন এবং ১৪টি মহিষ উদ্ধার হয়েছে।

শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া ও ডিগ্রীরচর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কোকেন ও মহিষ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্ত উদয়নগর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় মালিক বিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা।

অপরদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই ব্যাটালিয়নের চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়াও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।

ভারতীয় মাদক ও মহিষ উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উদয়নগর ও চরচিলমারী বিওপি’র টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম কোকেন ও ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া কোকেন ও মহিষের ঘটনায় দৌলতপুর থানায় পৃথক জিডি করা হয়েছে।