আনিস-সালমান-মেনন-ইনুসহ ১৫জনকে আদালতে নেওয়া হবে রোববার
৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন হত্যা মামলায় সাবেক মন্ত্রী-এমপি-পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনকে রোববার (১ ডিসেম্বর) আদালতে হাজির করা হবে।
রাজধানীর বিভিন্ন থানার মামলায় রোববার (১ ডিসেম্বর) ঢাকার সিএমএম আদালতে তাদের হাজিরার জন্য দিন ধার্য আছে। তাদের কাউকে কাউকে নতুন মামলায় গ্রেফতারও দেখানো হতে পারে।
আসামিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে উত্তরা পশ্চিম থানার মামলায়, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলীকে মিরপুর থানার মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার মামলায়, সাবেক এমপি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, হাজী সেলিম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আদালতে হাজির করা হবে।
এছাড়াও সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার (মিরপুর থানা), সাবেক মেয়র আতিকুল ইসলামকে (উত্তরা পূর্ব থানা), সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে (বাড্ডা ও যাত্রাবাড়ি থানার ২ মামলা), সাবেক এমপি সাদেক খান (মোহাম্মদপুর থানা), সাবেক মন্ত্রী ডা. দিপু মনি (বাড্ডা ও যাত্রাবাড়ি থানা), সাবেক ওসি মাজহারুল ইসলাম (যাত্রাবাড়ী থানা) এবং ডিবির সাবেক এসি ইফতেখার মাহমুদকে বাড্ডা থানার মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে।