চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে জখম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় নিলয় হাসান সিয়াম (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। 

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ফার্মপাড়া রেল গেইটে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম সিয়াম ফার্মপাড়ার মিজান আলীর ছেলে ও চুয়াডাঙ্গা ভি.জে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

সিয়ামের বড় ভাই মো. নাহিয়ান বলেন, ‘সিময়াম কোনো বাজে ছেলের সঙ্গে মেশে না। রাতে ফার্মপাড়ার ওয়াজ মাহফিলে সে স্বেচ্ছাসেবকের দায়িত্ব শেষে ফেরার পথে ফার্মপাড়া রেল গেইটে পৌঁছালে একই এলাকার জসিম ও জিসান তাকে দা দিয়ে পিঠের নিচে কোপ দেয়।’ 

নাহিয়ান আরও বলেন, ‘সিয়াম জানিয়েছে যে, তার সঙ্গে ওদের কোনো সম্পর্ক বা বিরোধ ছিল না। রাস্তা দিয়ে ফেরার সময় ওরা সিয়ামকে নিয়ে বাজে মন্তব্য করে এবং নেশাদ্রব্য ক্রয়ের জন্য টাকা চায়। সিয়াম প্রতিবাদ করলে তারা দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

নাহিয়ান বলেন, ‘সেলুনের দোকানের কর্মচারী জসিম এলাকায় বিভিন্ন নেশাগ্রস্ত ছেলেদের সঙ্গে মেলামেশা করে। সম্পূর্ণ বিনা কারণেই সিয়ামকে ওরা কুপিয়ে জখম করেছে।’

এদিকে, বুধবার রাতেই পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ জানান, রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা সিয়ামকে জরুরি বিভাগে নেয়। তার পিঠের নিচে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়। জখম গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমিসহ থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সিয়ামকে উদ্ধার করে পরিবারের সাহায্যে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানানো হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’