চলন্ত ট্রাক্টর লড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ 
  • |
  • Font increase
  • Font Decrease

চলন্ত ট্রাক্টর লড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু

চলন্ত ট্রাক্টর লড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টর লড়ি থেকে পড়ে সজীব মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার শিবগঞ্জ বাজার ব্রিজ এলাকায় গফরগাঁও-ভালুকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সজীব মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশাগতভাবে ট্রাক্টর লড়ির শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত যুবক সজীব মিয়া প্রতিদিনের মত আজও ভোরে কাজের উদ্দেশে ট্রাক্টর লড়ি নিয়ে বের হয়। হোসেনপুর থেকে বালু নিয়ে ভালুকা উপজেলায় যাওয়ার পথে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছলে চলন্ত লড়ি থেকে পড়ে গিয়ে চাকা পিষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরিবারের লোকজন এসে মরদেহ নিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।