সাড়ে ৭ লাখ টাকার মাদকসহ রাজধানীতে গ্রেফতার ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আনুমানিক ৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যমানের ২৫২ বোতল ফেনসিডিলসহ রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলো: মো. জাহীদ হোসেন (৩৪), মো. ওয়াসিম আকরাম (৩০), মো. মিরাজুল ইসলাম ওরফে পিয়াস (২১)।

তাপস কর্মকার জানান, গতকাল (১২ ডিসেম্বর) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে ট্রাকে চুয়াডাঙ্গা জেলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এই সংবাদের পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষণিক ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অবস্থান করে। একই সঙ্গে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশি করতে থাকে। 

বিজ্ঞাপন

তল্লাশির একপর্যায়ে একই তারিখ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা ট্রাকটিকে সিগন্যাল দিলে ট্রাকের চালক ট্রাকটি থামায়। পরে র‌্যাব সদস্যরা ট্রাকে থাকা চালকসহ অন্যদেরকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের ট্রাকে ফেনসিডিল আছে।

পরে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশি করে ট্রাকের কেবিনের ভিতরে সিটের পিছন হতে ১টি চটের বস্তার ভিতরে আনুমানিক ৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যমানের ২৫২ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পথে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।