'শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন থমকে যাবে'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম


স্টাফ করেসপন্ডেন্ট চট্টগ্রাম

বিজ্ঞাপন


শ্রমিকদের অধিকার নিশ্চিত না করা হলে দেশের উন্নয়ন কার্যক্রম থমকে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান।


শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের কুইনস কমিউনিটি সেন্টারে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন


মাওলানা শাহজাহান বলেন, শ্রমিকরা জাতীয় বাজেট বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে। কল-কারখানা থেকে শ্রমিকদের বাদ দিলে প্রোডাকশন থমকে যাবে। বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি শ্রমিকরাই। তারা সভ্যতা ও উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, কিন্তু তার বিপরীতে পেয়েছেন কম। শ্রমিকদের প্রতি বৈষম্য বন্ধ করে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, আমাদের নবী মুহাম্মদ (সাঃ) শ্রমিকদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করা সম্ভব।


শ্রমিক অঙ্গনের নেতাকর্মীদের উদ্দেশ্যে মাওলানা শাহজাহান বলেন, আমাদের ত্যাগ এখনও শেষ হয়নি। বৈষম্যহীন ও সাম্যের সমাজ গঠনে আরও ত্যাগ স্বীকার করতে হবে। সংস্কার ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।


সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জানাব জসিম উদ্দিন আজাদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, চট্টগ্রাম অঞ্চল উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলাউদ্দিন সিকদার, মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সম্মেলনে বক্তারা শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি ও অধিকার নিশ্চিতের জন্য নীতি-নির্ধারণী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্করের সভাপতিত্বে জেলা সেক্রেটারি জানাব জসিম উদ্দিন আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব লস্কর মোহাম্মদ তসলিম,চট্টগ্রাম অঞ্চল উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলার প্রধান উপদেষ্টা চট্রগ্রাম -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব আলাউদ্দিন সিকদার, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, জেলা উপদেষ্টা জনাব আব্দুল জব্বার, অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইছহাক,শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইনন,জেলা নেতা কাজী নজরুল ইসলাম, আজিজ আহমদ চৌধুরী, মুহাম্মদ আবু তাহের,জনাব নুরুল ইসলান টিটু,জনাব আবুল হাসেম প্রমুখ।