‘বুদ্ধিজীবী হত্যার তদন্তে স্বাধীন কমিশন দরকার’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

‘বুদ্ধিজীবী হত্যার তদন্তে স্বাধীন কমিশন দরকার’

‘বুদ্ধিজীবী হত্যার তদন্তে স্বাধীন কমিশন দরকার’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের পরিচয় উন্মোচনের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা জরুরি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন।

বিজ্ঞাপন

আলোচনায় অংশ নেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সদস্য মো. শহিদুল ইসলাম এবং সাইফুল্লাহ চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য দেন, বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ইতিহাসের নির্মম অধ্যায়ের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য উন্মোচন অত্যন্ত জরুরি। এছাড়া, তারা জাতীয় ঐক্যের ভিত্তিতে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান।