নীলফামারীতে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন/ছবি: সংগৃহীত

বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন/ছবি: সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বরের সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।এসময়ে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ।

বিজ্ঞাপন

এসময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে মোতালেব হোসেন বলেন, ১৯৭১ সালের পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশকে মেধাশূণ্য করতে আজকের এই দিনে দেশের সূর্য সন্তানদের হত্যা করেন ৷ তারা দেশের মেরুদণ্ড ভাঙ্গতে চেয়েছিলো কিন্তু বাঙালির কাছে পরাজিত হয়।আমরা শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছি।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলার শাখার সভাপতি দেলোয়ার হোসেনসহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন