মালয়েশিয়ায় মানবপাচারে বাংলাদেশি চক্র আটক

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ব্যাংকক, থাইল্যান্ড:
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন পুলিশের অভিযানে মানবপাচারে একটি বাংলাদেশি সিন্ডিকেটকে আটক করা হয়েছে। কুয়ালালামপুরের চেরাস এলাকার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে সিন্ডিকেটের মূল হোতা তিনজন বাংলাদেশিকে আটক করা হয়। এসময় মানবপাচারের শিকার ১১ জন বাংলাদেশিকেও উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, রাত নয়টা ১১ মিনিট থেকে এই অভিযান পরিচালনা করা হয়। যে তিনজন বাংলাদেশিকে আটক করা হয়েছে সন্দেহ করা হচ্ছে এরা একটি সিন্ডেকেটে প্রধান। এদের বয়স ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে। এছাড়াও তাদের সঙ্গে একজন নারীকে আটক করা হয়। যিনি একজন পাচারকারীর স্ত্রী।

তিনি বলেন, এসময় ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এরা সকলেই মানবপাচারের শিকার এবং এদের বয়স ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে।

বিজ্ঞাপন

অভিযানের সময় ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল, নগদ আটশত রিঙ্গিত, আটশত আমেরিকান ডলার এবং দুটি গাড়ি জব্দ করা হয়েছে৷

তিনি জানান, উদ্ধারকৃত ব্যাক্তিদের মালয়েশিয়ায় চাকরি দেয়ার কথা বলে পর্যটন ভিসায় মালয়েশিয়ায় নিয়ে আসা হয়েছে। বিমানপথে তাদের নিয়ে আসা হয়েছে।

জাকারিয়া জানান, এই ব্যক্তিদের কাছ থেকে ১৫ হাজার রিঙ্গিত বা প্রায় ৪ লাখ টাকা করে নেয়া হয়েছে মালয়েশিয়া আনার জন্য। এরপর তাদের একটি ট্রানজিট বাসায় রাখা হয়। সেখান থেকে ৫ হাজার রিঙ্গিত বা ১ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে ছাড়া হবে বলে জানানো হয়।