জাহাঙ্গীর গেটে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবস্থান, যানজটে ভোগান্তি
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত সেনা বাহিনীর সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন। এর ফলে রাজধানীর একাংশে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম 'সহযোদ্ধা'র ব্যানারে অবস্থান নেন তারা। এতে জাহাঙ্গীর গেটের সামনের সড়কে দেখা দিয়েছে যানজট। যানবাহনের সারি ঠেকেছে প্রায় বনানী মোড় পর্যন্ত। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মহাখালী, ফার্মগেটসহ আশপাশের এলাকায় সড়কে গাড়ির থমকে আছে। এই পথে চলাচল করা মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। অনেককে হেঁটে চলতে দেখা গেছে।
মহাখালীতে এক পথচারী জানান, তিনি খিলক্ষেত থেকে বাংলামোটর যাবেন। এক ঘণ্টা ধরে মহাখালী ফ্লাইওভারের ওপর গাড়িতে বসে আছেন। পরে বাধ্য হয়ে হেঁটে রওনা দিয়েছেন।
আন্দোলনরতদের তিন দফা দাবি হলো, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে, যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে ও যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে।
এদিকে, মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা অথবা নবম ওয়েজবোর্ড কার্যকর করে সব সুযোগ সুবিধার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডাক্তাররা।