আ.লীগের গবেষণা প্রতিষ্ঠানের নামে ৩৫ কোটির এফডিআর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংকে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া, সোনালী ব্যাংকেও প্রতিষ্ঠানটির লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আক্তার হোসেন বলেন, সিআরআইয়ের পরিচালনা পরিষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগের তথ্য সংগ্রহের জন্য দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে পাওয়া তথ্যানুযায়ী, সিআরআইতে চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান সায়মা ওয়াজেদ, ট্রাস্টি হিসাবে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক মন্ত্রী নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

তবে সরেজমিনে গিয়ে সিআরআই কার্যালয়টি বন্ধ পায় এনফোর্সমেন্ট টিম। অভিযানে যেসব ব্যাংকে সিআরআইয়ের নামে অ্যাকাউন্ট চালু ছিল সেসব ব্যাংক (ডাচ-বাংলা, আইএফআইসি, সোনালী ব্যাংক) থেকে তথ্য সংগ্রহ করা হয়। এতে আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।

এ ছাড়াও সোনালী ব্যাংকে লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়। ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেনের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সময়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে দুদকের এনফোর্সমেন্ট টিম।