মোংলার জাহাজ চট্টগ্রামে, ১০ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামা পতাকাবাহী কেমিক্যাল বহনকারী তেলের জাহাজ এমটি ডলফিনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাহাজটি থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে রোববার জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুমতি ছাড়া ঢুকে যায়।

বিজ্ঞাপন

জাহাজটি জেদ্দা থেকে পাকিস্তান ও ভারত হয়ে মোংলা বন্দরে যাওয়ার কথা থাকলেও ভুলবশত চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে। রাত ১০টার দিকে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দরের হারবার বিভাগের তথ্য অনুযায়ী, জেদ্দা ইসলামিক বন্দর থেকে তেল নিয়ে আসা এমটি ডলফিন পাকিস্তানের কাসিম বন্দর এবং ভারতের জহরলাল নেহেরু বন্দর হয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। তবে চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়াই জলসীমায় প্রবেশ করলে বন্দরের আধুনিক প্রযুক্তি এটি শনাক্ত করে। এরপর হারবার বিভাগের টিম জাহাজটি আটক করে জরিমানা আদায় করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্লিয়ারেন্স ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করার সুযোগ নেই। ভুলবশত পরশু এমটি ডলফিন কুতুবদিয়ার জলসীমায় ঢুকে পড়ে। একদিন পর জাহাজটিকে আজ ১০ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।