গাঁজা ও ইয়াবা কারবারিতে নারীসহ আটক ৩
-
-
|

ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুরে একটি প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকা ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের উদ্দেশ্যে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট নিয়ে রওনা দিয়েছিল নাজমা বেগম, নাসরিন আক্তার ও রুবেল হোসেন নামে মাদক কারবারীরা। পথে আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাসী চৌকি বসিয়ে সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় পুলিশ সদস্যরা। এ সময় প্রাইভেট কারের সামনে থাকা একজন দ্রুত লাফিয়ে পালিয়ে যায়। পরে দু'নারীসহ গাড়ি থানায় নিয়ে এসে তল্লাসী করলে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
প্রার্থমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট পৌছে দেন তারা।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, এমন সংবাদ পেয়ে তল্লাসী চৌকি বসিয়ে একটি প্রাইভেট কারকে আটক করে থানায় নিয়ে আসলে ৪০ গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সেইসাথে নারীসহ তিনজন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আগামীকাল জেল হাজতে পাঠানো হবে।