বরিশালে ফয়জুল করিমের ওপর হামলাকারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী যুবক স্বপনকে (৩৫) আটক করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের ওয়াপদা কলোনি থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হামলার পর স্বপন দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সোমবার সে নগরীর ওয়াপদা কলোনির একটি বাসায় আসে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে ধরতে গেলে পালানোর চেষ্টা করে, কিন্তু এলাকাবাসী ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. নাসির উদ্দিন নাইস বলেন,ভোটের দিন দুপুরে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার খবর পেয়ে ফয়জুল করিম সেখানে যান। কেন্দ্র থেকে বের হওয়ার পর ৩০-৩৫ জন লোক ‘নৌকার’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,স্থানীয়রা স্বপনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। হামলার পর তাকে একবার আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পলাতক থাকার পর স্বপনের আটকের ঘটনায় এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।