ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে, ছবি: বার্তা২৪.কম

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে, ছবি: বার্তা২৪.কম

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে মর্মে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আকাশ আজ পরিষ্কার থাকবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদফতর।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩৭ মিনিটে।