বরিশালে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালের সদর উপজেলার চরকাউয়া এলাকায় হাসিনা বেগম নামে এক নারীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চরকাউয়া খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

গত সোমবার সকালে চরকাউয়া গ্রামের খন্দকার বাড়ির পাশের খাল থেকে হাসিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হাসিনা বেগমের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত হাসিনা বেগম একজন সহজ-সরল নারী ছিলেন। তিনি কারও সঙ্গে শত্রুতা করতেন না। কিন্তু কী কারণে, কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন,আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। যাতে ভবিষ্যতে আর কেউ এমন নৃশংস কাজ করার সাহস না পায়।

এ সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে ভয় কাজ করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসী আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। হত্যাকাণ্ডের মূল কারণ ও দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। শিগগিরই পুরো ঘটনা উদঘাটন করা হবে।