সংস্কার নিয়ে উপদেষ্টা রিজওয়ানার বক্তব্য ‘ভুল ও বিভ্রান্তিকর’: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যকে 'ভুল ও বিভ্রান্তিকর' বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, আমি বলতে চাই, গতকাল (শুক্রবার) সংস্কার নিয়ে একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা। উপদেষ্টার বক্তব্য ভুল ও বিভ্রান্তিকর।

তিনি বলেন, বিশ্বজুড়ে সব সংস্কার রাজনীতিবিদদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, সংসদে সব সংস্কার করা হয়েছে। ব্রিটেন ও আমেরিকাসহ বিশ্বব্যাপী সংস্কার করেছেন রাজনীতিবিদরা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে বাড়াবাড়ি করা এবং রাজনীতিবিদদের দোষারোপ করা ইতিহাস সম্পর্কে অজ্ঞতার লক্ষণ।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে রিজভী বলেন, প্রতিটি দেশ ও যুগে সমাজের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সংস্কার করা হয়। তিনি বলেন, সমাজের অনিয়ম একদিনে দূর করা যায় না। এজন্য সব পর্যায়ের সহযোগিতা প্রয়োজন।

বিএনপির এই নেতা পুনর্ব্যক্ত করেন যে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে তাদের দল অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার এখন রাজনীতি ও বিরাজনীতিকরণের মাঝামাঝি অবস্থানে রয়েছে।

বাংলাদেশকে লক্ষ্যবস্তু করে অপপ্রচার ও ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, আমরা একটি মুক্ত জাতি, আমাদের দেশ স্বাধীন এবং সার্বভৌম। মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীনতা অর্জন করে। তাই এই জাতি কারও হুমকির কাছে মাথা নত করবে না।

এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) গত কয়েক দশক আগে রাজনৈতিক সংস্কারে অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।