শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্বলন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গৌরীপুরে মোমবাতি প্রজ্বলন শহীদের স্মরণ করেছে যুবদল নেতা-কর্মীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুবদলের নেতা-কর্মীরা বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার স্বাধীনতা ঘোষণা পরপরই দেশের সকল শ্রেণির মানুষ দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক ও সুশীল ব্যক্তিবর্গকে তুলে নিয়ে হত্যা করে। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাই মিলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, বাহালুল মুন্সী, আব্দুল হান্নান, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, মুকছেদুল মোমেন, মুস্তাকিম বাবুম আলাদিন মোল্লা, মামুন হাসান, আনিসুর রহমান সজীব, বিজয় বাউই, তৈমুর খান, স্বাদ খান প্রমুখ।

বিজ্ঞাপন