আ.লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে: ব্যারিস্টার রাগিব
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির সাবেক কোষাধক্ষ্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। তারা বাংলাদেশকে লুটপাট ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিছু দোসর এখনও দেশে রয়ে গেছে, যারা আবারো দেশকে আক্রমণ করতে পারে।
তিনি বলেন, ছাত্র ছাত্রীদের আত্মহুতী ও লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী জনতা আহত হয়ে দেশ গড়ার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মিরপুর উপজেলার হালসা আদর্শ কলেজ মাঠে আয়োজিত "ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী ও তার দোসরদের বিচারের দাবিতে" জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের কর্মী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বাংলাদেশের নেতৃত্ব নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে বেগম খালেদা জিয়া, আর বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।
তবে আমরা যে কোনো অপশক্তিকে মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই।
মিরপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার টিপু সুলতান, মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমদাদ, মিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মমিন, বিএনপি নেতা বকুল আলী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রবিউল আলম মুকুল, বিএনপি নেতা রনজু আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখা, পৌর শাখা ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।