অস্ট্রেলিয়াকে ১০৪ রানেই শেষ করে দিল বুমরাহর ভারত

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সামনে থেকে নেতৃত্ব দেওয়া বুঝি একেই বলে! ১৫০ রানে অলআউট হয়ে ভারত প্রমাদ গুণছিল বড় রানের নীচে চাপা পড়ার, যশপ্রীত বুমরাহ সে শঙ্কাটা তো দূর করলেনই, সঙ্গে ভারতকে ৪৬ রানের লিডও এনে দিলেন। তার পাঁচ উইকেটই অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছে, স্বাগতিকরা অলআউট হয়েছে ১০৪ রান তুলতেই। 

পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম দিন দেখেছিল ১৭ উইকেটের পতন। সে দিনের শেষটা অস্ট্রেলিয়া করেছিল ৬৭ রানে ৭ উইকেট নিয়ে। ১৯ রানে অপরাজিত থাকা অ্যালেক্স ক্যারির ওপর ছিল স্বাগতিকদের ভরসা।

বিজ্ঞাপন

তবে আজ দ্বিতীয় দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারি আর নাথান লায়নকে খুইয়ে বসে দলটা। বুমরাহর পঞ্চম শিকার বনে যান ক্যারি, ক্যাচ দেন উইকেটের পেছনে ঋষভ পান্তকে। আগের দিন ৪ উইকেট নিয়েছিলেন ভারত অধিনায়ক, আজ ক্যারিকে শিকার বানিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১১তম ফাইফার। 

একটু পর হারশিত রানা আসেন দৃশ্যপটে। ১৬ বলে ৫ রান করা নাথান লায়নকে শিকার বানান তিনি। লায়নও তার অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে লোকেশ রাহুলকে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার শেষ জুটি উইকেটে আসে দলীয় ৭৯ রানে। স্বাগতিকদের দুই অঙ্কে অলআউট হওয়ার শঙ্কা ভালোভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছিল তখন। তবে মিচেল স্টার্কের সঙ্গে জশ হেইজেলউডের জুটি অজিদের তিন অঙ্ক ছুঁইয়ে দেয়। 

স্টার্ক ১১২ বল খেলে করেন ২৬ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হন রানার বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে। ওপাশে হেইজেলউড অপরাজিত ছিলেন ৭ রানে। ১০৪ রানে শেষ হয় অজিদের ইনিংস। 

ভারতীয় দিন পেসারই অস্ট্রেলিয়ার সর্বনাশ করে দিয়েছেন। বুমরাহ ৫ উইকেট নিয়েছেন ৩০ রান খরচায়। হারশিত রানা ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন, আর মোহাম্মদ সিরাজ ২ উইকেট শিকার করেছেন ২০ রানে।