রেকর্ড গড়ে ১০০ উইকেট ক্লাবে জয়সুরিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

ডারবানের কিংসমিডে তিক্ত এক অভিজ্ঞতা হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট দলের। ৪২ রানে অলআউটের লজ্জায় ডুবেছে দলটি। তবে সেই ধাক্কার পরই দলটির বোলার প্রভাথ জয়সুরিয়া নতুন উচ্চতায় পা রাখলেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জিকে ফিরিয়ে টেস্টে নিজের শততম উইকেট তুলে নেন তিনি। 

এই উইকেট তুলেই তিনি গড়েন বিশ্বরেকর্ড। বাঁহাতি বোলারদের মধ‍্যে তার চেয়ে কম ম‍্যাচে ১০০ উইকেট নিতে পারেননি কোনো বোলার।

বিজ্ঞাপন

প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্ট শুরুর আগে ১৬ ম্যাচে ৯৭ উইকেট ছিল তার। প্রথম ইনিংসে নেন ২ উইকেট। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে তুলে নেন সেঞ্চুরি উইকেট। 

টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ‍্যে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার আগের রেকর্ড ছিল কলিন ব্লাইথের। ইংল‍্যান্ডের ওই বোলার ১৯ ম‍্যাচে উইকেটের পূরণ করেন ১০০ উইকেটের মাইলফলক। কিন্তু এবার সেটি ১৭ ম্যাচ খেলেই ভাঙলেন লঙ্কান জয়সুরিয়া।

বিজ্ঞাপন

সবমিলিয়ে টেস্টে জয়সুরিয়ার চেয়ে কম ম‍্যাচে ১০০ উইকেট তুলেছেন একমাত্র জর্জ লোম‍্যান। ইংল‍্যান্ডের এই পেস বোলার ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে গড়েন এই কীর্তি। ১৬ টেস্ট খেলেই পা রাখেন ১০০ উইকেট ক্লাবে।

জয়সুরিয়ারর মতো সমান ১৭ টেস্ট খেলে শত উইকেট ক্লাবে পা রাখা অন্য বোলাররা হলেন চার্লস টার্নার, সিডনি বার্নস, ক্ল‍্যারি গ্রিমেট ও ইয়াসির শাহ।