‘যা-ই করছি, রেকর্ড হয়ে যাচ্ছে’
টানা দুই জয়ে সাফল্যের আকাশে যেন উড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড! এবার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।
আজ শনিবার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল আগে তুলে নেয় বাংলাদেশ দল। এটিই মিরপুরে নারী ওয়ানডেতে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করা জয়। সাবলীল ব্যাটিংয়ে রেকর্ড গড়ে ম্যাচ জিতে নিল বাংলাদেশ।
এই সাফল্যের পর রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজে আইরিশদের বিপক্ষে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের চেয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়াটাকেই বড় করে দেখলেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘২ পয়েন্ট পাওয়া (বেশি আনন্দের)। সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এজন্য আরও বেশি খুশি।’
একইসঙ্গে টানা দুই ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর আবেগটাও আড়াল করেন নি নিগার। বললেন, ‘আমরা যা-ই করছি, রেকর্ড হয়ে যাচ্ছে (হাসি)। হয়তো আগে করতে পারিনি, তাই এখন যা করছি, রেকর্ড হচ্ছে। ভালো লাগে। অনেক দিন ধরে এই ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে।’
বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করলেন, ‘দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনও কোনো দলকে করতে পারিনি। আমাদের দলের জন্য এটি একটা মাইলফলক হবে।’
সোমবার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আইরিশদের সঙ্গে লড়বে বাংলাদেশ।