টপ অর্ডারের ব্যর্থতায় বিপাকে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

দুই দলের সবশেষ চার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ দুটিতে করেছে হোয়াইটওয়াশ। কিন্তু এবার কি সমীকরণ মিলবে বাংলাদেশের?

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে খেলছে তাতে এবার মনে হচ্ছে পাল্টা জবাবের পথেই আছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন বাংলাদেশ দলকে। আর মাঠে নেমেই খেই হারিয়ে ফেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। উইকেটে আসা-যাওয়া করেই কাটছে তাদের সময়।

বিজ্ঞাপন

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৫৭ রান। মাহমুদউল্লাহ ৩৯ রান ও তানজিম সাকিব ১৮ রানে ব্যাট করছেন

পরিস্থিতি বুঝে না খেলার মাশুল দিচ্ছেন বাংলাদেশের একের পর এক ব্যাটার। আফিফ হোসেন ধ্রুব যেভাবে অতি আত্মবিশ্বাসী শটে ক্যাচ দিয়ে ফিরলেন তা রীতিমতো অবিশ্বাস্য। জাকের আলি এলবিডব্লুর ফাঁদে পড়ে বিদায় নেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের উইকেট পতনের এই মিছিল শুরু সৌম্য সরকারের আউট দিয়ে। প্রথম ওয়ানডেত ১৯ করলেও আজ ফিরলেন মাত্র ২ রানে। তিনে নেমে লিটন দাসও নড়বড়ে। ১৮ বলে ৪ রান সিলসের শিকার তিনি।

গত ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ৭৪ রান করা অধিনায়ক মেহেদি হাসান মিরাজও আজ ব্যর্থ। বিপর্যয়ে হাল ধরতে পারলেন না সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। মাত্র ১ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

৬৪ রানে ৪ উইকেট হারানোর পর আফিফ-মাহমুদউল্লাহ রিয়াদের জুটি পথ দেখাচ্ছিল। কিন্তু আফিফ স্পিনার গুদাকেশ মোতির বলে স্লগ সুইপ করতে গিয়ে লং অফ দিলেন। তাতেই শেষ, ২৯ বলে তার ২৪ রানের ইনিংস আক্ষেপ বাড়াল।

হতাশ করলেন জাকের আলিও। ৯ বলে মাত্র ৩ রান করে তিনি ফিরতেই বড় স্কোরের স্বপ্ন ভাঙে। ১০৪ রানে মেষ বাংলাদেশের ৬ উইকেট। তারপর লড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ।