বরিশালকে জেতালেন রাব্বি-মজিদ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজশাহীর জন্য মঞ্চটা গড়ে রেখে দিয়ে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার ৮১ রানের দারুণ ইনিংসে ভর করে দলটা তুলেছিল ১৮৪ রান। তবে ফজলে মাহমুদ রাব্বি শান্তর সে ইনিংস ম্লান করে দিলেন, রাজশাহীকেও উপহার দিলেন একরাশ হতাশা। তার আর আবদুল মজিদের দারুণ দুই ফিফটিতে ভর করে বরিশাল তুলে নিয়েছে ৫ উইকেটের দারুণ এক জয়। 

আজ সিলেটের একাডেমি মাঠে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে শুরুটা বেশ দেখে শুনে করেছিলেন শান্ত। তবে সময় যত গড়িয়েছে, তিনি ততটাই আগ্রাসী হয়েছেন বোলারদের ওপর। ইনিংস শেষ করেছেন ৫টি চার আর ৪টি ছক্কা নিয়ে। খেলেছেন ৫৪ বলে ৮১ রানের দারুণ ইনিংস। 

বিজ্ঞাপন

এছাড়াও হাবিবুর রহমান সোহানের ৩৩ বলে ৪৭ ও সাব্বির হোসেনের ১১ বলে ২৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহী তোলে ৫ উইকেটে ১৮৪ রান।

জবাবে বরিশালকে দারুণ শুরু এনে দেন ইফতেখার ইফতি ও মজিদ। দুজনের ৯ ওভারে তোলা ৭৯ রানই ম্যাচের সুরটা বদলে দেয়। এরপর সে ভিতের ওপর দাঁড়িয়ে রাব্বি আর মজিদ মিলে দলটাকে একটু একটু করে এগিয়ে নিতে থাকেন জয়ের দিকে। দলীয় ১১২ রানে মজিদ ফিরলেও রাব্বি ছিলেন শেষ পর্যন্ত। তার ঠাণ্ডা মাথায় করা ফিফটি বরিশালকে কক্ষপথে রাখে।

বিজ্ঞাপন

৩৪ বলে ৩টি করে চার আর ছক্কায় সাজানো তার এই ইনিংস শেষ হয় ১৯তম ওভারের শেষ বলে। ততক্ষণে বরিশালের জয় অনেকটাই নিশ্চিত। পঞ্চম উইকেটে ১২ রানের জুটিতে ভর করে বরিশাল ৫ উইকেটের জয় তুলে নেয় ৩ বল হাতে রেখেই।