ব্রাভোকে টপকে নতুন উচ্চতায় রশিদ খান
-
-
|

রশিদ খান
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে। মঙ্গলবার রাতে এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে বোল্ড করে ৬৩১ উইকেট নেওয়া ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলেন রশিদ। পরে দিনেশ কার্তিককে আউট করে নিজের উইকেট সংখ্যা ৬৩৩-এ নিয়ে যান ২৫ বছর বয়সী এই স্পিন জাদুকর।
ব্রাভোর রেকর্ড ভাঙতে রশিদের লেগেছে মাত্র ৪৬১ ম্যাচ, যেখানে ব্রাভো ৫৮২ ম্যাচ খেলেছিলেন। এত কম ম্যাচে এত উইকেট নেওয়াটা তার অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ।
ম্যাচের পর রশিদ বলেন, ‘অসাধারণ এক অর্জন। আফগানিস্তানের মতো একটি দেশ থেকে উঠে এসে এমন উচ্চতায় পৌঁছানো গর্বের। ব্রাভো টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার, তাকে ছাড়িয়ে যাওয়া সম্মানের ব্যাপার।’
রশিদের এই কীর্তি শুধু সংখ্যা নয়, বরং এটি আধুনিক ক্রিকেটে লেগ স্পিনের শক্তিমত্তার প্রতিচিত্র। আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা এই স্পিনার এখন বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে নির্ভরযোগ্য ও ভয়ংকর বোলারদের একজন। সামনে আরও অনেক রেকর্ড যে তার অপেক্ষায়, সেটি বলার অপেক্ষা রাখে না!
রশিদের কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান
# জাতীয় দল আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি ১৬৫ টি-টোয়েন্টি উইকেট পেয়েছেন তিনি।
# আইপিএলে সবচেয়ে সফল বোলারদের একজন, যেখানে তার উইকেট সংখ্যা ১৪৯।
# ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে ৯৬ উইকেট নিয়ে ব্রাভোর ৮৭ উইকেটের রেকর্ড ভেঙেছিলেন।
# সব ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে বিগ ব্যাশের অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নিয়েছেন ৯৮ উইকেট।