ভবিষ্যৎ নিয়ে রোহিতের পরিকল্পনা জানতে চায় বোর্ড
-
-
|

রোহিত শর্মা
আসন্ন ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছনোর ওপর নজর রাখছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। দলের ওপেনিং এবং অধিনায়কত্ব নিয়ে আগেই কাজ করার শুরু করার জন্য মিটিংও সেরেছেন তিনি। সেখানে দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে বলা হয়েছে নিজের ভবিষ্যৎ সর্ম্পকে সাফ জানিয়ে দিতে। যাতে তার বিকল্প কাউকে স্থলাভিষিক্ত করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে ভালো করতে না পারায় রোহিত শর্মার অবসর নিয়ে জোরেশোরে আলোচনা চলছিল ভারতের ক্রিকেটপাড়ায়। তবে সেবার সরাসরি জবাব দিয়েছিলেন রোহিত। এর পর ফর্ম ফেরাতে রঞ্জিতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেন নি তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ওপর আবারো ভরসা রেখেছে কোচ গৌতম গম্ভীর। তাতে বৈশ্বিক এ আসরে ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
তবে এবার ২০২৭ বিশ্বকাপকে নিয়ে দল গোছানো বোর্ড ভিন্ন বার্তা দিয়েছে রোহিতকে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে বিসিসিআইয়ের পক্ষ থেকে রোহিতকে বলা হয়েছে, তিনি যেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা চ্যাম্পিয়নস ট্রফির পরপরই জানিয়ে দেন। সেখানে আরো বলা হয়েছে,‘ দল নির্বাচনের সর্বশেষ বৈঠকে নির্বাচকেরা এবং বোর্ড সংশ্লিষ্টরা রোহিতের সঙ্গে এই আলোচনা করেছেন। তাকে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর তিনি কীভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন সেই সিদ্ধান্ত নিতে হবে। আগামী ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে রেখে টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট পরিকল্পনা আছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পালাবদলের পথকে মসৃণ রাখতে সবাইকে একই ছায়াতলে রাখতে চান তারা।’
সেক্ষেত্রে দলের অধিনায়ক কে হতে পারে সেটা নিয়ে ভাবছে বিসিসিআই। যদিও জাসপ্রিত বুমরাহ ভালো অপশন হতে পারত তবে সেটা নিয়ে সংশয় আছে। কারণ টেস্টে তার ফিটনেস নিয়ে দুশ্চিন্তা থাকছে। আর চোটপ্রবণ হওয়ায় তার ওপর ভরসা রাখতে পারছে না বোর্ড। অন্যদিকে শুভমন গিলের ফর্মও ধারাবাহিক নয়। তাতে ঋষভ পন্থ বা আরও তরুণ যশস্বী জসওয়ালের দিকে তাকাতে পারে বোর্ড। আরবিরাট কোহলি তো আছেনই। যদিও বিরাটকে নিয়ে এখনই ভাবতে রাজি নন বোর্ড।