এবার প্রকাশ্যে আসলেন জাবি ছাত্র শিবিরের শীর্ষ তিন নেতা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-30 02:04:21

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক৷

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সংগঠনটির পেজে এক বিবৃতির মাধ্যমে শীর্ষ তিন নেতার পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি। তিনি ৪৬ ব্যাচের (২০১৬-১৭ সেশনের) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র৷

জাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব। তিনি ৪৭ ব্যাচের (২০১৭-১৮ সেশনের) বাংলা বিভাগের শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র৷

অপরদিকে প্রচার সম্পাদক হলেন আব্দুল্লাহ আল মামুন সাকি। তিনি ৪৭ ব্যাচের (২০১৭-১৮ সেশনের) দর্শন বিভাগের শিক্ষার্থী।

Related News