শেকৃবিতে নিয়োগ দূর্নীতির তদন্তে কমিটি গঠন

  • শেকৃবি প্রতিনিধি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জানুয়ারি ২০০৯ থেকে জুন ২০২৪ পর্যন্ত রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগে অনিয়ম তদন্তে ৮ সদস্যের কমিটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) উপাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এই কমিটির আহ্বায়ক হলেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ রজ্জব আলী।

এছাড়া আরও ৭ সদস্য হলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নাহিদ জেবা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস. এম. মিজানুর রহমান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফারজানা ইসলাম, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোঃ জামশেদ আলম, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম এবং সদস্য-সচীব মেহদী মোঃ মোহায় মেন-উর-রহমান, ডেপুটি রেজিস্ট্রার ( সংস্থাপন-১)।