নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয় মেডিকেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2024-10-31 06:16:48

ফুটবল খেলে রুমে ফেরার পথে অসুস্থ হয়ে মোস্তফা তারেক সিয়াম নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হৃদক্রিয়া বন্ধ হয়ে সিয়াম মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিয়াম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আদালতপুর গ্রামে।

সিয়ামের সহপাঠীরা গণমাধ্যমকে জানান, সে বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলে রুমে ফেরার পথে আবাসিক হলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিয়ামকে সঠিক সময়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেন্টার অবহেলা করেছে অভিযোগও তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, সিয়াম সন্ধ্যার দিকে যখন অসুস্থ হয়ে পড়েন তখন হাসপাতালে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় ফোন দেন অন্য শিক্ষার্থীরা। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স তারা পাননি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে চিকিৎসক ও সেবা না পাওয়ায় তাকে রিকশায় করে জেলা শহরে আনতে হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মাইক্রোবাস ব্যবস্থা করে দিলেও হাসপাতালে পৌঁছার আগেই সহপাঠীদের কোলে লুটিয়ে পড়েন সিয়াম।

এদিকে সিয়ামের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, তার অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। এই মৃত্যুর ঘটনা তদন্ত করতে আমরা খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করব। এই ঘটনার সুস্পষ্ট প্রমাণ এবং তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরিবহন পুল এবং মেডিক্যাল সেন্টারের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির গাফিলতি থাকলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। পাশাপাশি মেডিকেল ও পরিবহন পুলের সংকটগুলো দ্রুত সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

Related News