ঢাবিতে ছাত্রদলের পোস্টার, শিক্ষার্থীদের বিক্ষোভ

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-06 23:44:11

বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও হলগেটে পোস্টার লাগানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাবির আবাসিক শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল গেটে বিক্ষোভ করেন হলের আবাসিক শিক্ষার্থীরা। পরে মিছিলে অন্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, আমরা গত ১৭ জুলাই ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়ে দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। আমরা সেদিনই হলের প্রভোস্টের কাছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে নিশ্চয়তা নিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি ফের আমাদের হলে রাজনীতি ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে। আমরা এখন আভারো ভয়ের সংস্কৃতে প্রবেশ করতে যাচ্ছি নাকি সে নিয়ে চিন্তাগ্রস্ত। আর এই পোস্টার সাঁটানো কার্যক্রম আমাদের বিশ্ববিদ্যালয় পরিবেশের সৌন্দর্য নষ্ট করেছে।

তারা আরও বলেন, আমরা আবার গণরুম, গেস্টরুম চাই না। কোনো ধরনের শিক্ষার্থী নির্যাতনের রাজনীতির দিকে ফিরে যেতে চাই না।

এ সময় তারা ‘লেজুড়বৃত্তির ঠিকানা, একাত্তর হলে হবে না’, ‘টু জিরো টু ফোর, লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’- ইত্যাদি স্লোগান দেন।

Related News