জবিতে ‘চীনে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-21 17:19:43

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘চীনে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চীন দূতাবাস ও এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এলামনাই (এবকা) এর যৌথ আয়োজনে সেমিনারটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি সেমিনারটির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘চীন সরকারের স্কলারশিপের সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। একইসঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্ক আরো দৃঢ় হবে।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চীন দূতাবাসের কালচারাল এন্ড এডুকেশনাল কাউন্সিলর লি সাউপিং এবং এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এলামনাই (এবকা) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) ড. নাছির আহমাদ। সেমিনারে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া ও স্কলারশিপের বিষয়ে বিশদ আলোচনা করেন চীন দূতাবাসের প্রতিনিধি নিলাম্বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোস্তাফিজ চৌধুরী।

উল্লেখ্য, এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও চীনের শিক্ষা ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন এবং উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Related News