জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণী চেয়েছে প্রশাসন

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাদের সম্পদের বিবরণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণ করতে বলেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী প্রস্তুত করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণের অনুরোধ করা হলো।

এর আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই নির্দেশ প্রদান করা হয় বলেও উল্লেখ করা হয়।