বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয় ২০২৫ এ জায়গা করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিজ্ঞানে মানসম্পন্ন যৌথ গবেষণার জন্য বিশ্বে ৩০১ তম স্থান এবং দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে চবি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এ র্যাংকিং প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের মোট ৭৫০ টি বিশ্ববিদ্যালয় এ র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশী পয়েন্ট অর্জন করেছে স্বাস্থ্য, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্র, পরিবেশ ও জীবপ্রযুক্তি বিষয়ক যৌথ গবেষনায়, আন্তর্জাতিক যৌথ প্রকাশনা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বেসরকারি সংস্থার সাথে কাজের পরিধির মাপকাঠিতে।
মূলত বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত গবেষণা পত্রের সংখ্যা, গুনগত মান, দেশে ও বিদেশে কয়টি প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা হয়েছে, চলমান বিভিন্ন প্রকল্প, বিভিন্ন গবেষণা কিভাবে গণমাধ্যমে স্থান পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় স্থানীয় ও যৌথ বিজ্ঞান গবেষনায় বিনিয়োগ করেছে এবং কত শতাংশ শিক্ষকের গত এক বছরে গবেষনা পত্র প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে এই রাঙ্কিং প্রস্তুত করা হয়।
এবারের বৈশ্বিক র্যাংকিংয়ে শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর।
প্রসঙ্গত, ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটি আন্তর্জাতিক রাঙ্কিংয়ে স্থান পেয়েছে। টাইমস ইউনিভার্সিটি রাংকিং ২০২৫ এ বিশ্বে ১২০১ তম, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে টাইমস ইমপ্যাক্ট রাঙ্কিং এ বিশ্বে ১০০১ তম ও দেশে ৫ম, কিউএস এশিয়ান ইউনিভার্সিটি রাংকিং এ এশিয়াতে ৬৪১ তম স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।